বায়ুদূষণ না থাকলে দেশের মানুষ বাঁচতে পারতো আরও ৭ বছর!
সারা বিশ্বেই বায়ুদূষণে মানুষের গড় আয়ু মারাত্মকহারে কমছে। তবে বাংলাদেশে এ হার সবচেয়ে বেশি। বায়ুদূষণের ফলে বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে ৭ (৬.৯ বছর) বছরের মতো।
সম্প্রতি ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) নিয়ে একটি সমীক্ষা চালানো হয় যার রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল (১৪ জুন)। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
বায়ুদূষণের নিরিখে বাংলাদেশের পরেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। স্বাস্থ্যকর খাবার না পাওয়া, ধূমপানের কারণে গড় আয়ু কমে যাওয়ার পরিমাণ যথাক্রমে ১.৮ বছর এবং ১.৫ বছর। সেখানে বায়ুদূষণের কারণে ভারতে তা কমে যাচ্ছে গড়ে ৫ বছর করে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের শহরগুলোর মধ্যে দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। দিল্লিতে গড়ে প্রতিটি মানুষের আয়ু প্রায় ৯.৭ বছর কমে যাচ্ছে দূষণে।
বায়ুদূষণে ভুক্তভোগী দেশের তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে নেপাল (৪.১ বছর), পাকিস্তান (৩.৮ বছর) এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (২.৯ বছর)।
দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচের চারটিই দক্ষিণ এশিয়ার।
সমীক্ষায় বলা হয়েছে, সারা পৃথিবীতেই বায়ুদূষণের ফলে গড়ে ২.২ বছর করে আয়ু কমে যাচ্ছে মানুষের। কিন্তু ভারতে এবং উপমহাদেশের দেশগুলোতে এই সংকট ভয়ানক আকার নিয়েছে। দ্রুত এর প্রতিকার না করলে, এটি মানুষের আয়ু আরও কমিয়ে দিতে পারে।
করোনার সংকটকালে সারা পৃথিবীতেই দূষণের মাত্রা কিছুটা কমেছিল। নতুন করে পৃথিবী ছন্দে ফেরার পরে আবার এই সমীক্ষা চালানো হয়েছে। তবে এরই মধ্যে দেখা গেছে, চীনে বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমে গেছে। ফলে সেখানে গড়ে ৪ বছর করে আয়ু বেড়েছে মানুষের।