কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
আজ বুধবার (১৫ জুন) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন। এসময় সিইসি বলেন, কুসিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা শহরের পাশাপাশি পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ মেয়র প্রার্থী, ১০৮ কাউন্সিলর প্রার্থী এবং ৩৮ নারী কাউন্সিলর প্রার্থী।
পাঁচ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম এবং কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।
এর আগে ২০১২ সালের কুমিল্লা সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আফজাল খানকে ৩০ হাজারের বেশি ভোটে হারান সাক্কু। ২০১৭ সালে তিনি আফজালের কন্যা আনজুম সুলতানা সিমাকে প্রায় ১০ হাজার ভোটে হারান।
আজকের নির্বাচনে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারীসহ মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।