বিদ্যুৎ-জ্বালানি বাঁচাতে রাত ৮টার পর শপিং মল, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট এবং কাঁচাবাজার বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
শুক্রবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত এসেছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১১৪ ধারার বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।