সিলেট-সুনামগঞ্জে নৌকার দাম ও ভাড়া আকাশচুম্বী, উদ্ধারকাজ ব্যাহত
সিলেট ও সুনামগঞ্জে উদ্ধারের অপেক্ষায় আছেন হাজার হাজার বন্যাদুর্গত মানুষ, জেলা দুটিতে নৌ-যানের ভাড়া হুহু করে বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা।
কোনো কোনো এলাকায় নৌকার ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে শতগুণ বেড়েছে, অনেক এলাকায় নৌকার সংকট দেখা দিয়েছে।
তাছাড়া স্থানীয় ডিঙ্গি নৌকা স্বাভাবিক দামের চেয়ে ছয় গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বাসিন্দা নিহাল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পরিবারকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কোনো নৌকার ব্যবস্থা করতে না পেরে ৩ হাজার টাকা দামের ডিঙ্গি ১৮ হাজার টাকায় কিনতে বাধ্য হয়েছেন তিনি।
যদিও শনিবার থেকে সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বেচ্ছাসেবকদের নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন, তবে বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকার মানুষ আরও তাদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করতে আর্তি জানাচ্ছে।
এদিকে, কোম্পানীগঞ্জের অনেকেই অভিযোগ করেছেন, প্রশাসন থেকে কেউ সহায়তা দেয়নি, তাদের সাথে যোগাযোগও করা যায়নি।
এমন অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বন্যার পানিতে সিলেটের সঙ্গে কোম্পানীগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
'এমনকি মোবাইল ফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না।'
সিলেটের জেলা প্রশাসক (এসসি) মোহাম্মদ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জলাবদ্ধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনওদের নৌকা কিনতে বলা হয়েছে।
'এজন্য তাদের বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে।'
এদিকে শনিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিভিন্ন উপজেলা ও শহরে ৩০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সিলেটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) উপ-সহকারি প্রকৌশলী নিলয় পাশা বলেন, উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না।