ঈদের আগে ৯ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ মিতালী এক্সপ্রেস
ঈদ উৎসবকে সামনে রেখে আগামী ৬ জুলাই থেকে ৯ দিনের জন্য ভারতের নিউ জলপাইগুড়ি ও রাজধানী ঢাকার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের অনুরোধে সাময়িক সময়ের জন্য ট্রেনযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ঈদ উদযাপন শেষে আবারও আগের মতো নিয়মিত ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জনা যায়।
গেলো ১ জুন দুই দেশের রেলমন্ত্রী নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যকার মিতালী এক্সপ্রেস রেল সার্ভিস চালু করেন।
ট্রেন চলাচল সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে টানা দুই বছরের বিরতির পর, গত মাসে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
ভারতের নর্থ-ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)-এর ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "বাংলাদেশে ঈদ উদযাপন উপলক্ষে ভারতীয় রেলওয়ে ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা) এবং ১৩১৩১ (ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি) মিতালী এক্সপ্রেসের ৬ জুলাই থেকে ১৪ জুলাই, ২০২২ পর্যন্ত ট্রেনযাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"
ঈদ উৎসবকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলওয়েকে মিতালী এক্সপ্রেসের ট্রিপ বাতিলের অনুরোধ জানিয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।