প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৫,২০০ যানবাহন, টোল আদায় ৮২ লাখ টাকার বেশি
যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। উন্মুক্ত হওয়ার প্রথম দিন আজ রোববার (২৬ জুন) ৮২.১৯ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ, যা সংগ্রহ হয়েছে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত।
এসময় ১৫ হাজার ২০০ যানবাহন সেতু পাড়ি দিয়েছে।
সেতুর উভয় প্রান্ত থেকে এই টোল আদায় হয়েছে বলে জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সুপারইনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেন।
গতকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর শত শত যানবাহনকে পারাপার করতে দেখা যাচ্ছে।
সকাল ৬টায় সেতু উন্মুক্ত করার সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সেতুর গেট পর্যন্ত অপেক্ষারত যায় বাস, ট্রাক, কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সাড়ি।
মাওয়া প্রান্ত দিয়ে প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিতে গতরাত থেকেই উৎসাহী জনতাকে ভিড় জমাতে দেখা যায়। বেলা গড়ালে পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়, বেলা ১২টা নাগাদ সেতুর দুই প্রান্তে কোনো যানজটের সংবাদ পাওয়া যায়নি।
তবে পদ্মা সেতুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ ভঙ্গ করতে দেখা গেছে অনেককে।
এর আগে কর্তৃপক্ষটি জানায়, পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে আসা ব্যক্তিরা সেতুতে গাড়ি রাখতে, সেলফি নিতে আর হাঁটতে পারবেন না।
এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই অনেককে পায়ে হেঁটে সেতু পাড়ি দিতে দেখা যায়। অনেকে আবার গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে সেলফি তুলতে বা ভিডিও রেকর্ডে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।