পদ্মা সেতুতে নিষেধাজ্ঞার পর ফেরিতেই ভরসা মোটরসাইকেল চালকদের
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো সরকারিভাবে নিষিদ্ধ করায় ফেরিতে করেই পদ্মা পাড়ি দিতে হলো মোটরসাইকেল আরোহীদের।
আজ সকাল নয়টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজাতে মোটরসাইকেলের দীর্ঘ সাড়ি দেখা যায়। সেতু দিয়ে পদ্মা পার হওয়ার আশায় এখানে ভিড় জমান তারা।
কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকায় শেষমেশ কুঞ্জলতা ফেরিতে করে পার হতে হয় তাদেরকে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জিয়াউদ্দিন জিয়া জানান, "সকালবেলা অনেকে না বুঝে না শুনে মোটরসাইকেল নিয়ে পদ্মার ওপারে যাওয়ার জন্য টোল প্লাজার সামনে আসে। তবে কী পরিমাণ মোটরসাইকেল ছিল তা বলা মুশকিল।"
২৬ জুনের সকাল থেকে পদ্মা সেতুর যান পারাপারের জন্য খুলে দেওয়া হয়। বাইকারদের দৌরাত্ম্যের কারণে গতকাল রাতে সেতু কর্তৃপক্ষের নির্দেশে পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) কর্তৃক আরোপিত নিয়ম লঙ্ঘনের একাধিক ঘটনার পর সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসন তাদের মনিটরিং ও নিরাপত্তা প্রচেষ্টা জোরদার করেছে।
বিবিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু) মো. তোফাজ্জেল হোসেন বলেন, "আমরা টোল প্লাজা এলাকায় মোটরবাইক আসতে দিচ্ছি না।"
"সরকারি নির্দেশনা অনুযায়ী তারা সেতু পার হতে পারবে না।"