জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ
কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্ত্রীপরিষদ বিভাগ জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছে।
শপিংমল, রেস্তোরাঁ বা হোটেলে মাস্ক ছাড়া অবস্থান করলে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে নির্দেশনায়।
ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী কিছু সরকারি গাইডলাইন অনুসরণের নির্দেশও দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। এর মধ্যে রয়েছে নো মাস্ক-নো সার্ভিস, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি।
এছাড়া কারও যদি জ্বর বা একটানা সর্দি লেগে থাকে, তাহলে দ্রুত কোভিড পরীক্ষা করারও পরামর্শ দিয়েছে বিভাগ।