ডিসেম্বরের মধ্যেই চালু হবে ৫জি ইন্টারনেট: বিটিআরসি
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিগুলো পঞ্চম প্রজন্মের (৫জি) ইন্টারনেট প্রযুক্তি সেবা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্রডব্যান্ড নীতি ২০২২ প্রণয়নে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং অনানুষ্ঠানিক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) রাজধানীতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।
বিটিআরসি'র মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ মিশ্র শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের জন্য ডিজিটাল কানেক্টিভিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, বর্তমানে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১২ কোটি।
এছাড়া, সারাদেশের ৪ হাজার ৪৩১টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৪৭ হাজার ৯৭৫ কিলোমিটার ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালু করে সরকার। রাষ্ট্রীয় অপারেটর টেলিটককের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমণ্ডি ৩২সহ গুরুত্বপূর্ণ ৬টি জায়গায় ৫জি ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর থেকে সারাদেশে উচ্চগতির এই ইন্টারনেট সেবা চালু করতে মাঠে নামে সরকার। অবশেষে, চলতি বছরের মধ্যেই সারাদেশে ৫জি প্রযুক্তির ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিল বিটিআরসি।