আর ড্রামস বাজাবেন না ফিল কলিন্স
আটবারের গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ইংরেজ সঙ্গীতশিল্পী ও ড্রামার ফিল কলিন্স জানিয়েছেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি আর ড্রামস বাজাতে পারছেন না।
৭০ বছর বয়সী এই তারকা সম্প্রতি তার 'জেনেসিস' ব্যান্ডের সদস্যদের নিয়ে 'বিবিসি ব্রেকফাস্ট' নামক টিভি প্রোগ্রামে হাজির হন। উদ্দেশ্য ছিল, দলটির আসন্ন রিইউনিয়ন ট্যুরের কথা প্রচার করা। প্রোগ্রামে কলিন্স জানান, আগামী দিনগুলোতে তার ছেলে নিক কলিন্সই ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে থাকবেন।
ড্রাম বাজানো প্রসঙ্গে কলিন্স বলেন, 'আমি অবশ্যই বাজাতে ভালোবাসি। কিন্তু এখন হাত দিয়ে ঠিকমতো স্টিকই ধরতে পারি না। শারীরিক কিছু অক্ষমতা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।'
ছেলের সঙ্গে মঞ্চে উঠে ড্রাম বাজানোর আগ্রহ আছে জানিয়ে তিনি আরও বলেন, 'কিন্তু শারীরিক অসুস্থতা আমাকে তা করতে দিবে না। এটা খুবই হতাশাজনক।'
তবে ড্রাম বাজানোর পরিবর্তে ব্যান্ডের সঙ্গে গান গাইবেন কলিন্স।
করোনাভাইরাস মহামারির কারণে 'জেনেসিস'-এর রিইউনিয়ন ট্যুরের তারিখ বারবার পিছিয়ে যায়। এই ট্যুর শেষে কলিন্স আর কোনো ট্যুরে যোগ দিবেন কি না, তা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন।
'আমাদের এখন বয়স হয়েছে। শুধুমাত্র নিজের ক্ষেত্রে আমার কখনো কখনো মনে হয়, এখন আসলে বিশ্রামে যাওয়া উচিত। আমি ঠিক জানি না, আবার কখনো বাইরে বেরিয়ে পড়তে চাইব কি না,' বলেন কলিন্স।
গত কয়েক বছর ধরেই কলিন্সের শরীরের নানা অংশে চিড় ধরেছে। ২০১৫ সালে তার পিঠে একটি অস্ত্রোপচার করা হয়, যার প্রতিক্রিয়ায় নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। ২০১৭ সালে তিনি পড়ে গিয়ে ব্যথা পান এবং এরপর থেকে হাঁটার জন্য তাকে ছড়ি ব্যবহার করতে হয়।
-
সূত্র: সিএনএন