কনসার্টে গান থামিয়ে নিরাপত্তা প্রহরীদের ডাকলেন বিলি আইলিশ, কিন্তু কেন?
নিউইয়র্কে গভর্নরস বলে পারফর্ম করার সময় উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা বিলি আইলিশ।
শুক্রবার বিলির লাইভ পারফরমেন্সটি দেখতে হাজার হাজার দর্শক জড়ো হন। কিন্তু দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা জনতার ভিড় সামলাতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন গায়িকা।
১৯ বছর বয়সী এই তারকা তার 'হ্যাপিয়ার দ্যান এভার' গানটি গাওয়ার মাঝখানেই চেঁচিয়ে ওঠেন, 'সিকিউরিটি, আপনারা কেন ভিড়ের দিকে মনোযোগ দিচ্ছেন না?'
কথাগুলো বলার সময় ভিড়ের দিকে আঙুল নির্দেশ করেন বিলি, যদিও তিনি ঠিক কী সমস্যার কথা বোঝাতে চেয়েছিলেন, তা স্পষ্ট নয়।
বিরক্ত ভঙ্গিতে মাইক্রোফোন হাতেই বলতে থাকেন, 'আপনারা কাজ করছেন না কেন? একটাই কাজ, করুন প্লিজ!'
এ সময় গানে ফিরে যাওয়ার আগে এক মুহূর্ত থেমে তিনি আবারও ভিড়ের দিকে তাকান, সবকিছু ঠিক আছে কি না বোঝার জন্য।
'সব ঠিক আছে? আর ইউ ওকে?' জানতে চান বিলি। উত্তরে দর্শকরা চিৎকার করে সাড়া দেন। ইতোমধ্যেই তার ওই মুহূর্তের ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।
পারফরম্যান্সে ব্যাঘাত ঘটার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাননি 'ব্যাড গাই' গায়িকা। তবে ইনস্টাগ্রামে এটিকে তার 'অল টাইম ফেভারিট' পারফরম্যান্সগুলোর একটি বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি বিলি আইলিশ জানান, আরও খোলামেলা পোশাক পরতে শুরু করার পর তিনি ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার হারিয়েছেন। অনেকেই তার আবেদনময়ী সেলফিগুলোর সমালোচনা করেছেন। তবে মঞ্চে পারফর্ম করার সময় ঠিকই নিজের ঢিলেঢালা ব্যাগি টি-শার্টে ফিরে এসেছেন লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা এই তারকা।
-
সূত্র: পেজ সিক্স, নিউইয়র্ক পোস্ট