গায়কদের শেখাচ্ছেন বিটিএসের জাং কুক!
সম্প্রতি বিটিএসের কনিষ্ঠতম সদস্য জাং কুক আনুষ্ঠানিকভাবে দুটি গান প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, গান দুটি নতুন নয়। এরমধ্যে একটি গান প্রকাশ করা হয় গত বছর, আরেকটি ৩ বছর আগে।
গান দুটি যে পুরনো সেটা জাং কুকের ভক্তরাও খুব ভালো করেই জানেন। তবুও গানগুলো বেশ আলোড়ন তৈরি করেছে। কেননা ক্যারিয়ারের অন্যতম সফল অবস্থানে থাকা এ বিটিএস সদস্যর রয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত।
জাং কুকের পুরনো গানকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার এ কৌশলটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। ভবিষ্যতে সংগীত অঙ্গনের অন্যান্য শিল্পীরাও এই কৌশল অবলম্বন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ৩ জুলাই অনেকটা আকস্মিকভাবেই 'স্টিল উইথ ইউ' ও 'মাই ইউ' গান দুটি নতুনভাবে প্রকাশ করেন জাং কুক। গান দুটি এর আগে স্পটিফাই, অ্যাপল মিউজিক কিংবা আই-টিউনসের মতো মিউজিক স্ট্রিমিং এ পাওয়া যেত না।
তবে নতুনভাবে প্রকাশ করার পরেই গান দুটি আই-টিউনসের চার্টে শীর্ষে চলে এসেছে। এমনকি কয়েকদিনের মধ্যে গান দুটি বিলবোর্ড চার্টেও জায়গা করে নিতে পারে। এতে করে বিটিএস ব্যান্ডের বাইরেও একক গায়ক হিসেবে জাং কুক খ্যাতি অর্জন করবেন।
শ্রোতাদের আড়ালে চলে যাওয়া গান দুটিকে জাং কুক যেন অনেকটা পুনরুজ্জীবিত করেছেন। তার এই পদক্ষেপ প্রমাণ করেছে যে, সময় কিংবা খ্যাতিকে পাশ কাটিয়ে একটি গান সঠিকভাবে মার্কেটিং করার মাধ্যমে আয় করা যেতে পারে।
বর্তমানে অনেক গায়ক মনে করেন, শ্রোতারা সবসময় নতুন গানের জন্যই উন্মুখ থাকে। পুরনো গানের তেমন চাহিদা নেই। তবে জাং কুক প্রমাণ করলেন, পুরনো গান দিয়েও সফলতা লাভ সম্ভব।
তবে পুরনো গান নতুনভাবে প্রকাশের এ কৌশল ব্যবহারের ক্ষেত্রে জাং কুকই প্রথম নয়। এর আগেও বহু শিল্পী পুরনো কাজ নতুনভাবে উপস্থাপন করে সফলতা লাভ করেছেন। তবে জাং কুকের প্রকাশিত নতুন গান দুটির উপস্থাপনা ছিল ব্যতিক্রমধর্মী।
অন্যদিকে আগামী ১৪ জুলাই মুক্তি পাচ্ছে 'সেভেন' নামের জাং কুকের আরও একটি গান। সদ্য প্রকাশিত দুটি গানের তুমুল জনপ্রিয়তা যেন আসন্ন এই গানটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
মজার ব্যাপার হলো, একই দিনে জাং কুক নতুন আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রথম কে-পপ তারকা হিসেবে বিখ্যাত 'গুড মর্নিং আমেরিকা (জিএমএ) সামার কনসার্ট সিরিজ'- এ একক পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
২০১৯ এবং ২০২১ সালে নিজের ব্যান্ড 'বিটিএস'র সঙ্গে সিরিজটির কনসার্টে পারফর্ম করেছিলেন জাং কুক। তবে বিটিএসের কনিষ্ঠতম সদস্য এবার একাই মাতাবেন মার্কিন নাগরিকদের। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।