কনসার্টে ফিরছেন জেমস
করোনাভাইরাস বাস্তবতায় দীর্ঘ বিরতি শেষে অবশেষে লাইভ কনসার্টে ফিরছেন বাংলা রক মিউজিকের মহাতারকা জেমস। আগামী ১২ নভেম্বর 'নভেম্বর রেইন' নামে একটি কনসার্টে নিজের ব্যান্ড 'নগর বাউল' নিয়ে তিনি অংশ নেবেন।
ব্র্যান্ডমিথ কমিউনিকেশন আয়োজিত কনসার্টটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে।
এ কনসার্টে আরও অংশ নেবে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, ভাইকিং, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ।
অনলাইন রেজিস্ট্রেশন করে কেনা যাবে এ কনসার্টের টিকেট। টিকেটের দাম শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।