কনসার্টে লিল উজি ভার্টের কপাল থেকে ২০৪ কোটি টাকার হীরা ‘ছিনিয়ে’ নিলো ভক্তরা!
মার্কিন র্যাপার লিল উজি ভার্ট জানিয়েছেন, সম্প্রতি এক কনসার্টে দর্শকদের স্রোতে মিশে যাওয়ার পর ভক্তরা তার কপালে সাঁটানো হীরার রত্নটি ছিনিয়ে নেন।
টিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে উজি ভার্ট বলেন, 'আমি রোলিং লাউড উৎসবে একটি কনসার্ট করছিলাম। এক পর্যায়ে ভক্তদের ভিড়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তখনই তারা এটি ছিঁড়ে নেয়।'
তবে চিন্তার কিছু নেই। এই রেকর্ডিং শিল্পী জানিয়েছেন, বর্তমানে তিনি 'ভালোই বোধ করছেন' এবং হীরাটিও এখন তার সঙ্গে রয়েছে।
গোলাপি এই হীরার মূল্য প্রায় ২.৪ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৪ কোটি টাকা)। এ বছরের শুরুর দিকে কপালে অস্ত্রোপচার করে হীরাটি বসিয়েছিলেন এই র্যাপার।
জানুয়ারিতে এক টুইট বার্তায় একটি গোলাপি হীরা কেনার বিষয়টি সবাইকে জানিয়েছিলেন উজি ভার্ট।
টুইটে তিনি লিখেছিলেন, 'এলিয়টের কাছ থেকে একটি প্রাকৃতিক গোলাপি হীরা কেনার জন্য বহু বছর ধরে টাকা দিয়ে আসছি আমি। এই একটি পাথরের মূল্য এত বেশি যে, আমি ২০১৭ সাল থেকে এর জন্য টাকা দিচ্ছি। এই প্রথম একটি বাস্তব প্রাকৃতিক গোলাপি হীরা দেখলাম। আমার মুখে এখন প্রচুর এম (টাকা)।'
-
সূত্র: সিএনএন