করোনায় আক্রান্ত অক্ষয় কুমার হাসপাতালে
কোভিড-১৯ আক্রান্ত বলিউড তারকা অক্ষয় কুমারকে হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিনেতা জানিয়েছেন, তিনি ঠিক আছেন, তবে সতর্কতামূলক ব্যবস্থার উদ্দেশ্যে চিকিৎসকদের পরামর্শে থাকার জন্য হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।
এছাড়াও অক্ষয়ের সঙ্গে একই ছবিতে শুটিং করছিলেন, এমন বেশকিছু ক্রুরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে করোনার প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির অন্যতম প্রধান শহর মুম্বাইসহ পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
গত বছরের মার্চে করোনা মহামারি শুরুর পর থেকে গত রোববার ভারতে সর্বোচ্চ ১ লাখ মানুষ আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার।
করোনা ঠেকাতে রাজ্য নানা বিধিনিষেধ আরোপ করলেও সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যেই বলিউড ও অন্যান্য শিল্প জগতের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের তালিকায় রয়েছে ভিকি কৌশল, ভূমি পেডনেকার, রণবীর কাপুর, আমির খান, আলিয়া ভাট ও কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় তারকারা। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল।
করোনার কারণে ভারতের অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের আয়োজনও ঝুঁকির মুখে। ৯ এপ্রিল থেকে আইপিএল শুরু এবং মুম্বাইয়ে এর বেশকিছু ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট সঠিক সময়ে হবে। তবে দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাবেন না।
ইতোমধ্যেই ভারতীয় স্পিনার আজার প্যাটেল এবং বিভিন্ন দলের সহকারী স্টাফরাও করোনা পজিটিভ হয়েছেন।
ভারতে করোনার প্রকোপ কমে যাচ্ছে- এমন একটি রিপোর্ট আসার পরপরই আবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার খবর পাওয়া যায়। জানুয়ারিতে ভারতে প্রতিদিন ১৫ হাজার কোভিড-১৯ কেস পাওয়া গেলেও মার্চে এসে স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং কমসংখ্যক পরীক্ষা-নিরীক্ষার কারণে সংক্রমণের মাত্রা বেড়ে যায়।
মহামারির শুরুর পর থেকে ভারতে এখন পর্যন্ত ১২ দশমিক ৪ মিলিয়ন লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারত এখন তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের দেশ।
- সূত্র: বিবিসি