ক্যামেরার পেছনে কবরী আবার
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। ১৯৬৪ সালে সুভাষ দত্তের 'সুতরাং' ছবির মাধ্যমে রূপালি পর্দায় আগমন ঘটে তার। এরপর ষাট ও সত্তরের দশক ঢালিউড মাতিয়ে রেখেছেন তিনি।
বিশেষত নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে 'আবির্ভাব', 'দ্বীপ নিভে নাই', 'দর্প চূর্ণ', 'রংবাজ', 'নীল আকাশের নীচে', 'ময়নামতি', 'কত যে মিনতি', 'স্মৃতিটুকু থাক', 'বেঈমান' প্রভৃতি চলচ্চিত্রে তার অভিনয় এখনো অনেকের চোখে লেগে আছে।
চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করতে দেখা না গেলেও, এবার ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন তিনি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রথম দিনটিতে পরিচালক হিসেবে শুটিং শুরু করবেন তিনি।
'এই তুমি সেই তুমি' নামে চলচ্চিত্রটির প্রথম দিনের শুটিং হবে রাজধানীর উত্তরায়। পরিচালক হিসেবে এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। প্রায় ১৪ বছর আগে 'আয়না' চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার।
সরকারি অনুদানের চলচ্চিত্র 'এই তুমি সেই তুমি'র কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ রচনা কবরী নিজেই করেছেন। এখানে তাকে অভিনয় করতেও দেখা যাবে।