গ্র্যামিজয়ী গায়িকা ‘হার’ এবার চলচ্চিত্রে
অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী আমেরিকান গায়িকা হার (এইচ.ই.আর.)। 'দ্য কালার পার্পল' চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
১৯৮২ সালে একই শিরোনামে প্রকাশিত অ্যালিস ওয়াকারের পুলিৎজারজয়ী উপন্যাস অবলম্বনে টনি অ্যাওয়ার্ডজয়ী ব্রডওয়ে মিউজিক্যাল ড্রামারই চলচ্চিত্র-রূপান্তর এটি। এর আগেও, ১৯৮৫ সালে এ বই অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র বানিয়েছিলেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
নতুন মিউজিল্যাল চলচ্চিত্রটিতে ওয়েট্রেস ও উঠতি গায়িকা সোয়াকের চরিত্রে দেখা যাবে হার'কে। এটি পরিচালনা করবেন ব্লিটজ বাজাওল।
বলে রাখা ভালো, 'হার' নামে পরিচিত ২৪ বছর বয়সী গায়িকার আসল নাম গ্যাব্রিয়েলা উইলসন। জর্জ ফ্লয়েড থিম সং 'আই কান্ট ব্রিথ' গেয়ে 'সং অব দ্য ইয়ার' ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়া 'জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ' চলচ্চিত্রে তার গাওয়া 'ফাইট ফর ইউ' গানটি 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে পেয়েছে অস্কার। তার প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম 'ব্যাক অব মাই মাইন্ড' প্রকাশ পায় গত জুনে।
'দ্য কালার পার্পল' ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
সূত্র: দ্য ন্যাশনাল