ছোট ভাইয়ের স্মৃতিতে ডায়ানার বেদনাবিধুর শৈশব
বেদনাবিধুর শৈশব ছিল প্রিন্সেস ডায়ানায়। ব্রিটিশ রাজপরিবারের এই জননন্দিত সাবেক ও প্রয়াত সদস্যের সেইসব দিনগুলোর স্মৃতি জনসমক্ষে প্রকাশ করেছেন তার ছোট ভাই চার্লস স্পেন্সার।
সম্প্রতি 'দ্য সানডে টাইমস'-এ এ নিয়ে মুখ খুলেন তিনি।
'আমাদের মা যখন বাড়ি ছেড়ে চলে যান, তখন আমার দুই বছর বয়স। অন্যদিকে, আমি আবাসিক স্কুলে ভর্তি হই আট বছর বয়সে', বলেন চার্লস।
যদিও চার্লস ও ডায়ানার আরও দুজন বড় বোন ছিলেন, তবে তারা তখন আবাসিক স্কুলে পড়তেন। 'তাই আপু (ডায়ানা) আর আমি একসঙ্গে সময় কাটিয়েছি বেশি। এ নিয়ে তার সঙ্গে প্রচুর কথা বলেছি।'
তিনি আরও জানান, তাদের মা 'ততদিনে অন্য কারও প্রেমে পড়ে গেছেন।'
চার্লস জানান, মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিয়ম করে তার ফেরার অপেক্ষায় দিন গুনতেন ডায়ানা।
'মা চলে যাওয়ার সময় (তখন পাঁচ বছর বয়সী) ডায়ানাকে কথা দিয়েছিলেন, তাকে দেখতে আসবেন। ডায়ানা দরজার সামনে বসে অপেক্ষা করতেন, কিন্তু মা কোনোদিনই ফিরে আসেননি।'
'আমি যখন নিচে নেমে, করিডোরে বসে কাঁদতাম, অন্ধকার ভয় পান বলে আমার কাছে আসার সাহস হতো না তার,' মমতাময়ী বোন সম্পর্কে বলেন চার্লস।
এদিকে, ৩১ আগস্ট ডায়ানার ২৩তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিশেষ সম্মাননা জানিয়েছেন চার্লস স্পেন্সার।
- সূত্র: ইটি অনলাইন