ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা ছিল সিদ্ধার্থ-শেহনাজের, চলছিল প্রস্তুতি
চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করার পরিল্পনা ছিল সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের। এমনকি 'সিডনাজে'র সম্মতিতে দুই পরিবার বিয়ের প্রস্তুতি পর্যন্ত শুরু করে দিয়েছিল অন্দরে অন্দরে।
বলিউডের অন্দরমহলে কান পাতলে সেই খবরই শুনতে পাওয়া যাচ্ছে।
জানা যাচ্ছে, দুই পরিবারেরই সম্মতি ছিল তাদের বিয়ে নিয়ে। এ বিষয়ে যথেষ্ট খুশিও ছিলেন তারা। ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তেন দুজনে।
মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলের সঙ্গে কথাবার্তাও চলছিল তাদের। বিয়ের অনুষ্ঠানের জন্য টানা তিনদিন হোটেলের ঘর, ব্যাঙ্কোয়েট এবং অন্য পরিষেবা নেওয়ার কথোপকথন হয়েছিল। কিন্তু টেলি-জুটির দুই পরিবার এই বিষয় গোপনীয়তা বজায় রেখেছিলেন।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সিদ্ধার্থ শুক্লা। এদিন সকালে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অভিনেতার শেষকৃত্যে হাজির হয়েছিলেন বন্ধু, সহকর্মী ও ঘনিষ্ঠরা। ভাই শেহবাজের সঙ্গে প্রেমিকের শেষকৃত্যে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গিয়েছে তাকে।
বিগ বসের ১৩ নম্বর সিজনের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। ওই একই সিজনে প্রতিযোগী ছিলেন শেহনাজ গিলও। বিগ বসের ঘর থেকে তাদের রসায়ন গাঢ় হয়। এই মরসুমের প্রতিযোগী আবু মালিক ইতোমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, শেহনাজ সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিলেন। এই বিষয় গত বছর লকডাউনের আগে মার্চ মাসে তাদের কথোপকথন হয়। শেহনার সিদ্ধার্থকে বিয়ে করতে চান জানিয়ে আবুকে বলেন। এরপরই লকডাউন পর্ব শুরু হয়।
আবু আরও বলেন, সিদ্ধার্থও খুব ভালোবাসতেন শেহনাজকে। এমনকি শেহনাজ কখনো রেগে গেলে নাকি সিদ্ধার্থের পুরো দিনটাই নষ্ট হয়ে যেত, আবুকে জানিয়েছিলেন অভিনেতা।