সাইফ আলি খানের ওপর হামলাকারী সম্ভবত বাংলাদেশি: মুম্বাই পুলিশ
বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাসভবনে চুরির উদ্দেশ্যে হামলার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) থানে এলাকা থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম শেহজাদা (৩১)। তিনি গত ৫-৬ মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না।
মুম্বাই পুলিশের দাবি, উদ্ধারকৃত আলামত থেকে জানা গেছে, শরিফুল বাংলাদেশি নাগরিক।
পুলিশ আরও বলছে, ভারতে প্রবেশের পর শরিফুল নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন এবং একটি হাউজকিপিং এজেন্সিতে কাজ নেন।
পুলিশ জানিয়েছে, এবারই প্রথম সাইফ আলি খানের বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে। ব্যান্দ্রা ডিভিশনের নবম জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) দীক্ষিত গেদাম বলেন, 'অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে দেওয়ার জন্য আবেদন করা হবে।'
গত বৃহস্পতিবার বান্দ্রায় সাইফ আলি খানের বাসভবনে চুরির চেষ্টাকালে অভিনেতাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে গভীর ক্ষতসহ বেশ কিছু মারাত্মক আঘাত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফ আলি খান এখন সুস্থ আছেন; তাকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে।
অস্ত্রোপচার করে সাইফের মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে। শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই অস্ত্রের ছবি প্রকাশ পেয়েছে।