দ্বিতীয় সূচনা: সম্পর্কের সুতো ছেড়ার গল্প
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/12/20/news.jpg)
হঠাৎ করে যদি একদিন অনুভব করেন, আপনার ভালোবাসার মানুষকে আর ভালোবাসেন না, ব্যাপারটা কেমন হবে? হয়তো ভালোবাসাটা একদিনে চলে যায়নি, একটু একটু করে সুতো ছিঁড়তে ছিঁড়তে এক সময় ঘুড়ি হারিয়ে গিয়েছে।
তারপরের সময়গুলো ভীষণ কষ্ট ও হৃদয়বিদারক হবে, এমনটাই স্বাভাবিক। এ রকমই এক জীবন দর্শনের জায়গা থেকে নির্মাণ করা হয়েছে নাটক 'দ্বিতীয় সূচনা'। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।
এই নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা ইন্তেখাব দিনার। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী। নির্মাতা জানিয়েছেন, এই নাটকে আরও অভিনয় করেছেন অর্নব অন্তুসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
আসছে নতুন বছরে দেশের প্রথমসারির একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নাটকটির প্রযোজক।