ধারাবাহিক নাটকে ফিরলেন সজল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/10/17/imgonline-com-ua-frameblurred-zim6w8hdrgd_0.jpg)
নাটক ও সিনেমায় সমানতালে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আবদুন নূর সজল। তবে গত কয়েক বছর থেকে তাকে শুধু খণ্ড নাটকেই অভিনয় করতে দেখা গেছে। প্রায় অর্ধযুগ পর সজল ফিরলেন ধারাবাহিক নাটকে।
কথাশিল্পী ইমদাদুল হক মিলনের রচনায় 'নায়কের নাম কবি' শিরোনামের নাটকটি পরিচালনা করছেন লুৎফর রহমান রবিন। ১৬ অক্টোবর থেকে রাজধানীর তেঁজগাওয়ের একটি লোকেশনে ধারাবাহিক এই নাটকের শুটিং শুরু হয়েছে।
নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন সজল। নাটকে ধনাঢ্য পরিবারের ছেলে হিসেবে দেখা যাবে তাকে। ঘুরে বেড়ানোর পাশাপাশি কবিতা লেখা এবং এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকতেই পছন্দ করেন তিনি।
নাটকে অভিনয় প্রসঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা হয় সজলের। তিনি বলেন, 'ইমদাদুল হক মিলন আমার পছন্দের একজন মানুষ। তার গল্পের নায়ক হওয়া সৌভাগ্যের বিষয়। নাটকটির গল্পের কারণেই এতে অভিনয়ের আগ্রহ তৈরী হয়েছে।'
'আমি ধারাবাহিক অভিনয় করি না এখন। তাছাড়া এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। সব মিলিয়ে নাটকটি উপভোগ্য হবে বলে আশা করছি,' বলেন তিনি।
পরিচালক জানিয়েছেন ২৬ পর্বের এই নাটকটি শিগগিরই বিটিতিতে প্রচার হবে।
এদিকে প্রতি মাসেই একাধিক খণ্ড নাটকে অভিনয় করছেন তিনি। তার অভিনীত নাটকগুলোও প্রশংসিত হচ্ছে।
এখন সিনেমার অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। কিছুদিন আগে শেষ করলেন আবু সাইয়িদের পরিচালনায় 'সংযোগ' নামের একটি সিনেমার কাজ। তার আগে শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় 'সূবর্ণভুমি' নামের মুক্তিযুদ্ধের গল্পের একটি সিনেমা।