নেটফ্লিক্সের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে বিশ্বের প্রথম নারী গ্র্যান্ডমাস্টারের মামলা
আলোচিত মিনি সিরিজ "দ্য কুইন'স গ্যাম্বিট"-এ মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছেন দাবায় বিশ্বের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার নোনা গাপ্রিন্দাশভিলি।
১৯৭৮ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের কাছ থেকে গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়া এই জর্জিয়ান দাবাড়ু গত বৃহস্পতিবার মামলাটি করেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ওই মিনি সিরিজে এক সংলাপে বলা হয় 'নোনা গাপ্রিন্দাশভিলি (দাবায়) প্রমিলা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কখনো কোনো পুরুষ দাবাড়ুর মোকাবেলা করেননি।'
এমন 'মিথ্যাচারে' ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ডিসট্রিক্ট কোর্টে মামলা ঠুকে দেন বর্তমানে ৮০ বছর বয়সী গাপ্রিন্দাশভিলি। একইসঙ্গে সংলাপটি মুছে ফেলার দাবিও তোলেন তিনি।
বলে রাখা ভালো, ক্যারিয়ারের নানা সময়েই পুরুষদের বিপক্ষে ম্যাচ খেলার খ্যাতি রয়েছে এই দাবাড়ুর। এমনকি ১৯৬৩-৬৪ মৌসুমে হাস্টিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসে পুরুষ প্রতিপক্ষকে হারিয়ে তিনি চ্যাম্পিয়নও হন।
এ প্রসঙ্গে নিজের আইনজীবীদের ব্যবস্থাপনায় এক ভিডিও সাক্ষাৎকারে গাপ্রিন্দাশভিলি বলেন, 'আমি বছরের পর বছর ধরে নারী দাবাড়ুদের প্রেরণা জুগিয়ে আসছি। অথচ তারা [নেটফ্লিক্স] একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করে নারীদের হেয় করেছে। এর ফলে আমি ভীষণ অপমানিত বোধ করেছি।'
-
সূত্র: ইয়াহু নিউজ