রেকর্ড ৬০ মিলিয়ন পরিবার নেটফ্লিক্সে টাইসন ও পলের লড়াই উপভোগ করেছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুক্রবার কিংবদন্তী বক্সার মাইক টাইসনের মুখোমুখি হয়েছিলেন তরুণ বক্সার জ্যাক পল। ম্যাচের পর শেষ হাসিটা হেসেছেন তরুণ বক্সারই। এর মধ্যদিয়ে ইতিহাসও গড়েছেন ২৭ বছরের এই তরুণ। খবর বিবিসির।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স। সাবস্ক্রাইবারদের জন্য ছিল ম্যাচটি বিনামূলে দেখার সুযোগ।
নেটফ্লিক্স জানিয়েছে, বিশ্বব্যাপী ৬০ মিলিয়ন পরিবার বাসায় বসে লাইভ স্ট্রিমিংয়ে ম্যাচটি উপভোগ করেছে। তাদের আর কোনো অনুষ্ঠানই এর আগে এত মানুষ একসঙ্গে উপভোগ করেনি।
জ্যাক পল অবশ্য বলেছিলেন, বিশ্বের ১২০ মিলিয়ন নেটফ্লিক্সে সরাসরি খেলাটি উপভোগ করেছে। পরে নেটফ্লিক্স জানায় যে বিশ্বের ৬০ মিলিয়ন পরিবার খেলাটি সরাসরি দেখেছে। এটি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলেও জানিয়েছে।
ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বহু তারকাশিল্পীও। স্টেডিয়ামে দেখা গেছে হলিউড অভিনেত্রী চার্লিজ থেরন, অভিনেতা রাল্ফ ম্যাকিও, মার্কিন গায়ক ও গীতিকার জো জোনাস, মার্কিন কমেডিয়ান ও লেখক হাসান মিনহাজের মতো তারকাদেরও।
এদিকে নেটফ্লিক্সে ম্যাচটি উপভোগ করতে গিয়ে অনেকেই বাফারিংয়ের সমস্যার কথা জানিয়েছেন। আবার কেউ বলছেন, বহুবার চেষ্টা করেও তারা ওই সময় নেটফ্লিক্সে ঢুকতে পারেননি।
অনেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, খেলাটি দেখা যাচ্ছে না। আরেক ব্যবহারকারী লিখেছেন, পুরোটা রাত তার বৃথা গেল।
পেনসিলভানিয়ার ডেভনে বসবাসকারী ব্রেন্ডন অ্যাশফোর্ড বিবিসি নিউজকে জানান, কীভাবে একজন তরুণ ৫৮ বছর বয়সি অভিজ্ঞ বক্সারের মুখোমুখি হন, সেটি দেখার জন্য রাতে জেগেছিলেন।
তিনি বলেন, আমার রাত জাগার অভ্যাস নেই। কিন্তু তারপরও খেলাটি দেখতে জেগেছিলাম। কিন্তু নেটফ্লিক্সে খেলাটি দেখতে খুবই সমস্যা হচ্ছিল। বারবার আটকে যাচ্ছিল। পরে জানলাম আমার মতো আরো অনেকেরই সমস্যা হয়েছে।
তবে নেটফ্লিক্স তাদের কারিগরি ত্রুটির বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।