প্রথম দক্ষিণী সিনেমায় টাকা নিতে নারাজ অজয় দেবগন
‘বাহুবলি’খ্যাত পরিচালক এসএস রাজামৌলি নতুন চলচ্চিত্র ‘আরআরআর’-এর একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড তারকা অজয় দেবগনকে। সেজন্য চলচ্চিত্রটির সেটে হাজির হয়েছেন তিনি। তবে প্রযোজককে সাফ জানিয়ে দিয়েছেন, এরজন্য তাকে যেন টাকা দেওয়ার কোনো চেষ্টা করা না হয়।
তেলুগু এই চলচ্চিত্রের মাধ্যমেই দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হচ্ছে অজয়ের। জানা গেছে, এখানে তার বিপরীতে অভিনয় করবেন শ্রিয়া সরন। অজয়কে অভিনয়ে রাজি করাতে প্রথমে মোটা অংকের টাকা দিতে চেয়েছিলেন প্রযোজক ডিভিভি ধানাইয়া। অজয় সেই প্রস্তাব ফিরিয়ে দিলে তার বাজারমূল্য অনুসারে টাকার নতুন অংক তাকে জানানো হয়। সেটি নিতেও রাজি হননি ৫০ বছর বয়সী এই তারকা। বরং বলে দিয়েছেন, বন্ধুকে ভালোবেসে কাজটি তিনি বিনা পারিশ্রমিকেই করে দেবেন। তার সেই বন্ধুটি স্বয়ং রাজামৌলি। খবর হিন্দুস্থান টাইমসের।
‘আরআরআর’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রাম চরণ ও এন. টি. রামা রাও জুনিয়র। ভারতের স্বাধীনতার আগের, ১৯২০-এর দশকের প্রেক্ষাপটে এর কাহিনি। বলিউড ললনা আলিয়া ভাটকে এখানে দেখা যাবে রাম চরণের বিপরীতে। অন্যদিকে, রামা রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন কোনো এক বিদেশি অভিনেত্রী। আগামী বছরের ৮ জানুয়ারি চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।