প্রবীণতম অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামারের মৃত্যু
সবচেয়ে বেশি বয়সে অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার চলে গেলেন না ফেরার দেশে।
নিজের কানেক্টিকাটের বাড়িতেই একানব্বই বছর বয়সে প্লামার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জানিয়েছে বর্ষীয়ান এ কানাডিয়ান অভিনেতার পরিবার। তখন তার পাশে ছিলেন স্ত্রী এলেইন টেলর।
প্লামার ২০১১ সালের 'বিগিনারস' ছবির জন্য ৮২ বছর বয়সে অস্কার পান। সবচেয়ে বেশি বয়সে অস্কার পাওয়ার রেকর্ডটি তার দখলে। 'অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড' চলচ্চিত্রের জন্যও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।
তবে ক্রিস্টোফার প্লামারকে দ্য সাউন্ড অব মিউজিকের (১৯৬৫) ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব।
অভিনয় জীবনের সাতটি দশকে শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও সমানতালে মাতিয়েছেন তিনি। অভিনয় করেছেন 'দ্য সাউন্ড অফ মিউজিক', 'দ্য ম্যান হু উইল বি কিং', 'অল দ্য ওয়ার্ল্ড'-এর মতো সিনেমায়।
১৯২৯ সালে টরন্টোয় ক্রিস্টোফারের জন্ম। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের বংশধর ছিলেন তিনি। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন মন্ট্রিয়ল রেপার্টরি থিয়েটারে। সিনেমায় আত্মপ্রকাশ ১৯৫৮ সালে, 'স্টেজ স্ট্রাক' ছবির মাধ্যমে।