প্রাণবন্ত এক মানুষ ছিলেন সৌমিত্র: ববিতা
'অশনি সংকেত' চলচ্চিত্রে কাজ করার বিরল সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ওই চলচ্চিত্রকে নিজের সেরা কাজগুলোর একটি হিসেবে গণ্য করেন তিনি।
ভারতের শান্তিনিকেতন ও ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং হয় ওই চলচ্চিত্রের। সেখানেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম পরিচয় ববিতার।
সৌমিত্রের ব্যক্তিত্ব সম্পর্কে ববিতা বলেন, ততদিনে মহাতারকা হয়ে গেছেন ওই অভিনেতা। তবু তার আচার-আচরণ ছিল বন্ধুবৎসল। প্রচুর আলাপ এবং নিয়মিত শরীরচর্চা করতেন সৌমিত্র।
'আমাকে বলতেই হবে, কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানুষ ছিলেন তিনি। অন্যদিকে, আমি তখন একজন অল্পবয়সী ও সাদাসিধে মেয়ে। তাকে প্রচুর অবান্তর প্রশ্ন করতাম,' স্মৃতিচারণায় বলেন ববিতা।
'আমার ইমম্যাচিউরিটি দেখে দাদা (সৌমিত্র) হাসতেন ঠিকই, তবে সব সময় আমার কাজটা বুঝতে সাহায্য করতেন। আসলে, পুরো টিমই ছিল দুর্দান্ত। আর, মানুষের সঙ্গে খুব দ্রুতই বন্ধুত্ব করে নিতে জানতেন তিনি।'
ববিতা আরও বলেন, 'মনে পড়ে, শুটিং শেষে আমরা ট্রেনে চেপে ফিরছিলাম। ক্রু মেম্বাররা তাস খেলছিলেন, অথচ আমি তো খেলতে জানি না; দাদা আমাকে শিখিয়ে দিলেন।'
জার্মানির একটি চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছিল 'অশনি সংকেত'। ববিতা জানান, সত্যজিৎ, সৌমিত্র ও সন্ধ্যা রায়ের সঙ্গে সেই উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রটি 'গোল্ডেন বিয়ার' পুরস্কার লাভ করে। 'হোটেলের পক্ষ থেকে আমাদের এক বোতল শ্যাম্পেইন দেওয়া হয়েছিল। আমি সেটি দাদাকে উপহার দিয়ে দিই। সেটিই ছিল আমাদের বন্ধুত্বের সূচনা। তিনি ঢাকায় এলে কিংবা আমি কলকাতা গেলে প্রতিবারই আমাদের দেখা হতো,' বলেন ববিতা।