ফারুকীর ‘৪২০’ আবারও টিভিতে
মোস্তফা সরয়ার ফারুকীর তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক '৪২০' আবারও চ্যানেল আইতে প্রচার হচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত এ ধারাবাহিকের গল্পে দেখা যায় দুই যুবককে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও পেয়েছে। একসময় মসজিদের টাকা চুরি করে তারা ঢাকায় চলে আসে।
রাজধানীতে এসে ঘটনাক্রমে জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য। শেষ পরিণতিও তাদের ভাগ্যকে বদলে দেয়।
২০১২ সালে ধারাবাহিকটি প্রচারের পর থেকে বিপুল জনপ্রিয় হতে শুরু করে।
এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। এ নাটক দিয়েই ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করেন মোশাররফ করিমসহ বেশ ক'জন তারকা।
চ্যানেল আইতে '৪২০' প্রচার হবে প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।