ফের রিমান্ডে মডেল পিয়াসা ও মৌ
মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আবারও বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর হয় পিয়াসার।
আজ শুক্রবার (৬ জুলাই) গুলশান থানার মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পরে গুলশান থানার মামলায় সাত দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন এবং খিলক্ষেত থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
অপরদিকে মরিয়ম আক্তার মৌকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আসামি পিয়াসাকে তিন মামলায় আট দিন এবং মৌকে চার দিনের রিমান্ডের এই আদেশ দেন।
গত সোমবার (২ আগস্ট) ১০ দিনের রিমান্ড চেয়ে পিয়াসা ও মৌকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে প্রত্যেককের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।