ফোর্বসের তালিকায় এক নম্বরে ডোয়াইন জনসন, চারে অক্ষয় কুমার
বিশ্বের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের নিয়ে করা বিখ্যাত সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসন।
আর একমাত্র ভারতীয় হিসেবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অবস্থান চারে। তার অর্জিত পারিশ্রমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৪৬৫ কোটি ৮৯ লক্ষ ৭২ হাজার ৫০০ রুপি।
এ তালিকায় ২০১৮ সালে দুই নম্বরে ছিলেন ‘দ্য রক’ খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া ডোয়াইন ডগলাস জনসন। সেবার এক নম্বরে ছিলেন আরেক হলিউড তারকা জর্জ ক্লুনি যিনি এবার সেরা দশেই নেই।
২০১৮ সালে ‘দ্য রকের’ পারিশ্রমিক ১১৯ মিলিয়ন ডলার থাকলেও এবার তা কমে হয়েছে ৮৯ দশমিক ৪ মিলিয়ন। তবুও তিনি আছেন সবার ওপর।
ডোয়াইন জনসন যুক্ত আছেন স্পোর্টসওয়্যার ও আন্ডার আর্মর ব্র্যান্ডের সাথে। গত বছর তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের ‘হবস এন্ড শ’, স্কাইস্ক্র্যাপার সিনেমায় অভিনয় করেন। প্রযোজনা করেছেন ফাইটিং উইথ মাই ফ্যামিলি এবং শাজম এর মতো সিনেমার। এবছর মুক্তি পাচ্ছে জুমানজি সিরিজের সিনেমা জুমানজি: দ্য নেক্সট লেভেল।
দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তার অর্জিত পারিশ্রমিক ৭৬.৪ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকার তিন নম্বরে আছেন ‘আয়রন ম্যান’ খ্যাত মার্কিন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। তার পারিশ্রমিকের পরিমাণ ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শীর্ষ ১০ অভিনেতা হলেন:
১. ডোয়াইন জনসন-৮৯.৪ মিলিয়ন মার্কিন ডলার
২. ক্রিস হেমসওয়ার্থ- ৭৬.৪ মিলিয়ন মার্কিন ডলার
৩. রবার্ট ডাউনি জুনিয়র-৬৬ মিলিয়ন মার্কিন ডলার
৪. অক্ষয় কুমার-৬৫ মিলিয়ন মার্কিন ডলার
৫. জ্যাকি চ্যান- ৫৮ মিলিয়ন মার্কিন ডলার
৬. ব্র্যাডলি কুপার- ৫৭ মিলিয়ন মার্কিন ডলার
৭. অ্যাডাম স্যান্ডলার-৫৭ মিলিয়ন মার্কিন ডলার
৮. ক্রিস ইভান্স- ৪৩ মিলিয়ন মার্কিন ডলার
৯. পল রুড- ৪১ মিলিয়ন মার্কিন ডলার
১০. উইল স্মিথ-৩৫ মিলিয়ন মার্কিন ডলার