বক্ররেখার ‘ভাঙন গড়ার গান’
বক্ররেখা ব্যান্ডের দ্বিতীয় মিউজিক ভিডিও 'ভাঙন গড়ার গান' প্রকাশ পেয়েছে। শনিবার জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি।
এ গানের ভোকাল ও গিটারে ছিলেন মুয়ীয মাহফুজ, বেস গিটারে সঞ্জয় এবং ড্রামস বাজিয়েছেন স্বপন হোসাইন। এটিই এ ব্যান্ডের বর্তমান লাইন-আপ।
অন্যদিকে, 'ভাঙন গড়ার গান'-এ অতিথি শিল্পী হিসেবে কি-বোর্ড ও রিফ গিটার বাজিয়েছেন রেজওয়ান সাজ্জাদ, গিটারে দ্বিতীয় লিড বাজিয়েছেন সৈয়দ রেজা আলী এবং হারমোনাইজ করেছেন নাঈম-উল-হাসান।
অগ্নিবীণা প্রযোজিত এই মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ রাসেল আবীর। গানের মিক্স-মাস্টার করেছেন স্কোর মিউজিক ল্যাবের রেজওয়ান সাজ্জাদ।
'ভাঙন গড়ার গান'-এর গীতিকার, সুরকার ও ভোকাল মুয়ীয মাহফুজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বক্ররেখা চেষ্টা করে নতুন কিছু করতে; কবিতা ও সুরে দেশ, মাটি, মানুষ ও প্রকৃতির কথা বলতে।'
'কাল্পনিক সরলরেখা প্রাকৃতিক নয়; যতক্ষণ হৃদয় সচল থাকে, তার গ্রাফ থাকে বক্র আকারে। তাই বক্ররেখা জীবনের প্রতীক। ভাঙন নানা চড়াই উৎরাই পেরিয়েই হয়। সহজ সরলে তা হয় না। তাই বক্ররেখা নয়া সত্য নির্মাণে যৌক্তিক বক্রতায় এগিয়ে চলে,' বলেন তিনি।
মুয়ীয আরও বলেন, 'তাই বলে এই বক্রতা কপটতা নয়। ভাঙনকে গড়তে জানার জন্য যতটুকু বক্রজ্ঞানে প্রয়োজন হয়, বক্ররেখা ঠিক ততটুকুই বক্র।'
'ভাঙন গড়ার গান'-এর ইউটিউব লিংক: https://youtu.be/JLI1-gaFjn8।
বলে রাখা ভালো, বক্ররেখা ব্যান্ডের যাত্রা শুরু ২০১৭ সালের ডিসেম্বরে। প্রথম স্টেজ পারফরম্যান্স করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের হিম উৎসবে। এরপর বেশ কিছু স্টেজ পারফরম্যান্সের পর রেকর্ডিং শুরু করে সে বছরেরই শেষ দিকে।
বক্ররেখা'র প্রথম মিউজিক ভিডিও 'জীবন তোমাকে চেনে না' জি সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় চলতি বছরের জুনে। সেই গানের লিংক: https://youtu.be/TsSciTrBFDY।