বন্ড চরিত্রে কোনো নারীকে দেখতে চান না ড্যানিয়েল ক্রেইগ
জেমস বন্ড চরিত্রে কোনো নারী অভিনেত্রীকে দেখতে চান না 'ডাবল ও সেভেন' অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ক্রেইগের মতে, পুরুষদের নিয়ে লিখিত নয় এমন চরিত্রই নারীদের জন্য মানানসই হবে।
'জেমস বন্ড' সিরিজের সর্বশেষ চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' সিনেমার পর বন্ড চরিত্র থেকে ইস্তফা দিতে চলেছেন এই অভিনেতা। আর তাই, নতুন বন্ড হিসেবে বড় পর্দায় কার আবির্ভাব ঘটতে চলেছে, তা-ই নিয়ে চলছে যত আলোচনা। অনেকেই বন্ড চরিত্রে এবার কোনো নারী অভিনেত্রীকে দেখতে চাইছেন। তবে, ড্যানিয়েল ক্রেইগ স্পষ্টভাবেই জানিয়েছেন, পুরুষের চরিত্র করার চেয়ে নারীরা তাদের জন্য লিখিত আরও গঠনমূলক চরিত্রের দাবিদার।
ব্রিটিশ ম্যাগাজিন দ্য রেডিও টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল বলেন, "নারী এবং অশ্বেতাঙ্গ অভিনেতা-অভিনেত্রীর জন্য বরং আরও ভালো চরিত্র থাকা প্রয়োজন"।
"যখন নারীদের জন্য জেমস বন্ডের মতোই গুরুত্বপূর্ণ চরিত্র থাকা উচিত, তখন একজন নারীকে কেন জেমস বন্ড চরিত্রেই অভিনয় করতে হবে?" প্রশ্ন করেন তিনি।
তবে, ক্রেইগ একাই নন, আরও অনেক তারকাই এমনটাই মনে করছেন। এমনকি, জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলিও একই কথা জানিয়েছেন।
এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা 'নো টাইম টু ডাই' সিনেমায় প্রথমবারের মতো পর্দায় নারী 'ডাবল ও এজেন্টে'র দেখা মিলবে। বন্ড সিনেমায় নারী এজেন্টের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লাশানা লিঞ্চ।
- সূত্র: ডেইলি মেইল