বব মার্লির গানের নতুন অ্যানিমেশন
বব মার্লি। তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার। রেগে সঙ্গীতের এক দারুণ জাদুকর। ৩৯ বছর আগে মাত্র ৩৬ বছর বয়সে চিরবিদায় নিলেও, তার গানের কথা ও সুর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আলোড়িত করছে পৃথিবীর নানা প্রান্তের শ্রোতাদের। এরই ধারাবাহিকতায় ‘রিডেম্পশন সং’-এর নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সম্প্রতি।
৩ মিনিট ৫৫ সেকেন্ডের এই অ্যানিমেটেড ভিডিওর নির্মাতা ফরাসি চিত্রশিল্পী অক্তাভ মার্শাল ও থিও দে গেলত। প্রায় ৩০ হাজার ড্রয়িং ব্যবহার করে এটি বানিয়েছেন তারা। ভিডিওর কেন্দ্রীয় চরিত্র মাথায় মুকুট পরা এক সিংহ। মুক্তির প্রত্যাশায় এক সময় ডানা মেলে ওড়াল দেয় প্রাণীটি। খবর রেডিও ডট কমের।
১৯৮০ সালে মুক্তি পাওয়া ববের সর্বশেষ অ্যালবাম ‘আপরাইজিং’-এ ছিল ‘রিডেম্পশন সং’। স্রেফ অ্যাকুয়েস্টিক গিটার বাজিয়ে ববের গাওয়া এই গানের বার্তা অনেক জোরাল। মার্শাল ও থিও জানান, কালো মানুষদের ক্ষমতায়নের পাশাপাশি সমগ্র মানবজাতির মুক্তির যে বার্তা সারাজীবন বব তার গানে ছড়িয়ে গেছেন, সেটিকেই ভিডিওটিতে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি ছিল ববের ৭৫তম জন্মদিন। এই বিশেষ দিনকে ঘিরেই ইউটিউবে প্রকাশ পেয়েছে ভিডিওটি।
এটির প্রশংসা করে মার্লি পরিবার থেকে জানানো হয়েছে, বছরজুড়ে নানাভাবে এই রেগে কিংবদন্তিকে স্মরণ করার পরিকল্পনা তারা করেছেন। এর অংশ হিসেবে মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডন্ডো বিচের বিচলাইফ ফেস্টিভ্যালে ববের জীবন ও মিউজিক নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ববের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোতে নেতৃত্ব দেবেন তার দুই ছেলে জিগি ও স্টেফেন।