বলিউডে ষড়যন্ত্রের শিকার এ আর রহমান
চাপা স্বভাবের মানুষ হিসেবেই খ্যাত বলিউডের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান। বেশ কিছুদিন ধরে ভারতীয় চলচ্চিত্রের প্রধান ইন্ডাস্ট্রিতে খুব একটা কাজ করছেন না তিনি। বরং দক্ষিণী চলচ্চিত্রেই বেশি দেখা যাচ্ছে তার নতুন সুরের জাদু।
এ নিয়ে কম গুঞ্জন হয়নি। এবার মুখ খুললেন নিজেই। ইঙ্গিতে জানালেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির জন্য অস্কারজয়ী এই সুরস্রষ্টা অভিযোগ করেন, তিনি যেন হিন্দি চলচ্চিত্রে কাজ না পান, সেজন্য তার নামে গুজব ছড়াচ্ছে এক দল।
একটি রেডিও চ্যানেলে সম্প্রতি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন 'লগান', 'দিল সে', 'স্বদেশ', 'গুরু', 'তাল', 'জোধা আকবর', 'রকস্টার'-সহ অসংখ্য বলিউডি চলচ্চিত্রের এই শীর্ষ সুরকার।
তিনি বলেন, 'ভালো চলচ্চিত্র আমি ফেরাই না। কিন্তু আমার ধারণা, এক দল মানুষ ভুল বোঝাবুঝির কারণে আমার নামে গুজব ছড়াচ্ছে।'
তবে সুনির্দিষ্ট করে কারও নাম বলেননি এই কিংবদন্তি।
বলে রাখা ভালো, সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'-এর সংগীত পরিচালক হিসেবে নিজের নাম ঘোষণা করেন এ আর রহমান। শুধু তা-ই নয়, ওই চলচ্চিত্রের কো-প্রডিউসারও তিনি।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা