বায়োপিকে মিচেল উইলিয়ামস: মনরোর পর এবার পেগি লির ভূমিকায়
বিনোদন জগতের অন্যতম আইকন, আমেরিকান গায়িকা ও অভিনেত্রী পেগি লির বায়োপিক 'ফিভার'-এ তার ভূমিকায় অভিনয় করবেন হলিউড তারকা মিচেল উইলিয়ামস। চলচ্চিত্রটি পরিচালনা করবেন টড হেন্স।
১৯২০ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটায় জন্ম নেওয়া নর্মা ডিলোরিস এগস্ট্রম তার 'ফিভার' গানের মাধ্যমে বিশ্বখ্যাত হয়ে ওঠেন; তবে পেগি লি ছদ্মনামে। গানের জগতে অবশ্য তার পেশাদার ক্যারিয়ার শুরু ১৬ বছর বয়সে। ২২ বছর বয়সে নিজের প্রথম নাম্বার ওয়ান হিট গান, 'সামবডি এলস ইজ টেকিং মাই প্লেস' রেকর্ডিং করেন তিনি।
অভিনেত্রী হিসেবে তিনি ১৯৫৫ সালের "পিট কেলি'স ব্লুজ"-এর জন্য অস্কার মনোনয়ন পান। ১৯৯০-এর দশক পর্যন্ত বিস্তৃত ছিল তার ক্যারিয়ার। ২০০২ সালে, ৮১ বছর বয়সে মারা যান পেগি।
এদিকে, এটি চলচ্চিত্রকার হিসেবে হেন্সের দ্বিতীয় জীবনীভিত্তিক প্রচেষ্টা। এর আগে, ২০০৭ সালে তিনি কিংবদন্তি গায়ক ও নোবেলজয়ী গীতিকবি বব ডিলানের ওপর "আ'ম নট দেয়ার" নির্মাণ করেন।
অন্যদিকে, ২০১১ সালের চলচ্চিত্র 'মাই উইক উইথ মেরিলিন'-এ হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পেয়েছিলেন মিচেল।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন