কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমারকে নিয়ে নির্মিত হতে যাওয়া একটি বায়োপিকে [জীবনীসংক্রান্ত চলচ্চিত্র] অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেতা আমির খান। সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু।
পিংকভিলা তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমির খান এবং পরিচালক অনুরাগ বসু "ভূষণ কুমারের প্রযোজনায় কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন।" এ পর্যন্ত তাদের চার থেকে পাঁচটি বৈঠক হয়েছে।
সূত্র জানিয়েছে, "কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের জন্য একটি বড় আগ্রহের বিষয় এবং তারা সিনেমাটি সম্ভাব্য সেরা উপায়ে উপস্থাপন করতে চাইছেন। আমির খানও কিশোর কুমারের বড় ভক্ত এবং সিনেমা নিয়ে অনুরাগের দৃষ্টিভঙ্গি তাকে আকৃষ্ট করেছে। পরিচালক এটি [সিনেমার গল্প] খুব আলাদা ভাবে উপস্থাপন করেছেন এবং আমিরকে সেটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।"
সূত্রটি আরও জানিয়েছে, "আমির মোট ৬টি সিনেমার কথা ভাবছেন, এবং প্রতিটি সিনেমা বিভিন্ন স্তরে রয়েছে। কিশোর কুমারের বায়োপিক, উজ্জ্বল নিকমের বায়োপিক এবং রাজকুমার সন্তোষীর কমেডি সিনেমার স্ক্রিপ্ট লক করা হয়েছে। গজিনি ২ এবং লোকেশ কানাগারাজ ও জয়া আখতারদের পরবর্তী সিনেমার কাজ প্রাথমিক স্তরে রয়েছে। আমির সব সিনেমার প্রতি আগ্রহী এবং তিনি বছরের শেষের দিকে তার পরবর্তী সিনেমা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন। ৬টি সিনেমার মধ্যে তিনটি তিনি নিশ্চিতভাবে করবেন এবং অন্য তিনটি বাদ দিতে পারেন।"
কিশোর কুমার একাধারে ছিলেন প্লেব্যাক [সিনেমার গান] গায়ক, সংগীতশিল্পী এবং অভিনেতা। তার গানগুলো এখনও ব্যাপক জনপ্রিয়। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, উড়িয়া এবং উর্দুতেও গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "ইয়ে রাতে ইয়ে মৌসম", "হাম তো মোহাব্বত কারেগা", "এ হাসিনো নাজনিন", "জরুরত হ্যায় জরুরত হ্যায়", "খুবসুরত হাসিনা" এবং "গাতা রাহে মেরা দিল"।
আমির খান বর্তমানে তার আসন্ন সিনেমা "সিতারে জমিন পার" এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমায় আমির অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজার সঙ্গে অভিনয় করছেন এবং নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের অধীনে সিনেমার প্রযোজকেরও দায়িত্ব পালন করছেন।
সিনেমাটি আগামী মাসগুলোতে মুক্তির প্রত্যাশা করা হচ্ছে। প্রযোজক হিসেবে তিনি "লাহোর ১৯৪৭" সিনেমাটিও নিয়ে আসছেন। সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজল। এটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী।