বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ সম্মাননা পাচ্ছেন পিংক
'পিংক' নামে খ্যাত আমেরিকান পপ তারকা অ্যালেসিয়া বেথ মুর মর্যাদাপূর্ণ 'বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে'র 'আইকন অ্যাওয়ার্ড' পেতে যাচ্ছেন।
আগামী ২৩ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে পারফর্মও করবেন 'জাস্ট গিভ মি অ্যা রিজন' গানের এ শিল্পী।
দশম শিল্পী হিসেবে এই মিউজিক অ্যাওয়ার্ডের শীর্ষ সম্মাননা 'আইকন অ্যাওয়ার্ড' পেতে যাচ্ছেন পিংক। 'বিলবোর্ড চার্টে দুর্দান্ত দাপট দেখানো এবং সংগীতে অনস্বীকার্য ভূমিকা রাখার' স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
এমন সম্মানের খবর জেনে পিংক রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, 'ছোটবেলায় স্বপ্ন দেখতাম, একদিন গায়িকা হব, নিজের ভালোবাসাকে গানের মাধ্যমে দুনিয়ার সঙ্গে ভাগ করে নেব। এর বহু বছর পর, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আইকন অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, ভাবতেই অবাক লাগছে।'
'চের, গার্থ ব্রুকস, জ্যানেট জ্যাকসন ও স্টিভি ওয়ান্ডারের মতো মিউজিক আইডলদের কাতারে নিজের নাম দেখে আমি সত্যিই সম্মানিত বোধ করছি,' বলেন পিংক।
এর আগে 'আইডল অ্যাওয়ার্ড' লাভ করা অন্য সুপারস্টারদের মধ্যে জেনিফার লোপেজ, মারিয়া কেরি ও সেলিন ডিওনও রয়েছেন।
-
সূত্র: কাভার মিডিয়া