বিলিয়নিয়ার ক্লাবে কিম কারডাশিয়ান ওয়েস্ট
মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারডাশিয়ান ওয়েস্টের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা ধনীদের ক্লাবে নাম লিখিয়েছেন কিম, তিনি এখন বিলিয়নিয়ার।
কিমের আয়ের উৎস একাধিক। টিভি রিয়েলিটি শো তো আছেই, ফোর্বস বিজনেস ম্যাগাজিন জানিয়েছে, এর পাশাপাশি প্রসাধনী এবং পোশাক ব্যবসা, বিভিন্ন বিনিয়োগ থেকে তার সম্পদের পরিমাণ এবার এক বিলিয়ন ডলার বা ১০০ কোটির ঘরে পৌঁছল।
তিনি এখন ফোর্বসের ওয়ার্ল্ড বিলিয়নিয়ারস লিস্টের ২,৭৫৫ জনের একজন। ১৭৭ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
কিছুদিন আগে এ তালিকায় সামিল হয়েছেন কিমের সাবেক স্বামী কানিয়ে ওয়েস্ট, তার সম্পদের পরিমাণ ১.৮ বিলিয়ন ডলার। তবে গত বছরের মে তে তালিকাচ্যুত হন কিমের সৎবোন কাইলি জেনার। ম্যাগাজিনটি অভিযোগ করে, তার পরিবার কাইলির প্রসাধনী ব্যবসায়ের মূল্যমান বাড়িয়ে বলেছে।
কিমের এ উত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে মূলত তার কেকেডব্লিউ বিউটি কসমেটিকস এবং স্কিমস শেপওয়্যার ব্যবসায় অংশীদারিত্ব। ফোর্বস জানায়, এ দুই ব্যবসার অংশীদারিত্বে গত অক্টোবরেই ৪০ বছর বয়সী এ উদ্যোক্তার সম্পদের পরিমাণ ৭৮০ মিলিয়ন ডলার থেকে এক বিলিয়নে দাঁড়ায়।
করোনাভাইরাস লকডাউনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিপুল জনপ্রিয়তাকে স্কিমস লাউঞ্জওয়্যারের প্রচারের জন্য ব্যবহারে করেন এই তারকা।ইনস্টাগ্রামে কিম কারডাশিয়ানের অনুসারী সংখ্যা ২১৩ মিলিয়ন, টুইটারে ৬৯.৭ মিলিয়ন।
২০০৭ সালে প্রথম 'ই' এর তারকা হিসেবে কিম পরিচিতি পান। এরপর নিজের পারিবারিক রিয়েলিটি শো 'কিপিং আপ উইথ দ্য কারডাশিয়ানস' তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়।
প্রায় সাত বছর সংসারের পর ফেব্রুয়ারিতে তিনি সংগীতশিল্পী এবং উদ্যোক্তা, স্বামী কানিয়ে ওয়েস্টের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এ দম্পতির চার সন্তান রয়েছে।
- বিবিসি অবলম্বনে