মনরোর ৬০ বছর পুরনো গাউন নষ্ট করেছেন কিম কার্দাশিয়ান!
চলতি বছরের ৫ মে অনুষ্ঠিত হয়, বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবছর শো এর অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের চমকপ্রদ পোশাক। কিংবদন্তী হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর ৬০ বছর পুরনো সোনালি গাউন গায়ে জড়িয়ে গালার লাল গালিচায় হেঁটেছিলেন তিনি।
কার্দাশিয়ান নিজেই জানিয়েছিলেন, শুধুমাত্র এই পোশাক পরার জন্য মাত্র তিন সপ্তাহে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। ফ্যাশন নিয়ে কতটা সচেতন হলে মানুষ এরকম একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তার জ্বলন্ত উদাহরণ ছিলেন এই মডেল।
কিন্তু মনরোর গাউন পরার সিদ্ধান্তের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে অনেক কটাক্ষও শুনতে হচ্ছে এই মডেলকে। কারণ তাদের দাবি, মেরিলিন মনরোর এই পোশাকটি নষ্ট করে দিয়েছেন কিম কার্দাশিয়ান!
সম্প্রতি অনলাইনে পোস্ট করা হয়েছে, কিম কার্দাশিয়ানের পরিহিত মেরিলিন মনরোর আইকনিক পোশাকটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, পোশাকটির নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে। মেরিলিন মনরোর ভক্তকুল এবং অন্যান্য টুইটার ব্যবহারকারীরা 'হলিউড ইতিহাস'-এর অংশ, এই পোশাকটি ক্ষতিগ্রস্ত করার জন্য কিম কার্দাশিয়ানের ব্যাপক নিন্দা করেছেন।
মনরোর এই গাউনের নকশা করেছিলেন ডিজাইনার জ্যঁ লুই। মনরো ঐতিহাসিক স্কট ফোর্টনার গাউনটির আগের ও কার্দাশিয়ান পরার পরের কিছু ছবি শেয়ার করে জানান, কার্দাশিয়ান পরার পর গাউনের বেশকিছু ক্রিস্টান খুলে পড়ে গেছে। জিপারের দুই পাশের কাপড়ও প্রায় ফেঁসে গেছে।
একজন মন্তব্য করেছেন, "কিম কার্দাশিয়ান যা করেছেন তা অপরাধের পর্যায়ে পড়ে।" অন্য একজন বলেন, "এটা বেআইনি"।
প্রসঙ্গত, অভিনেত্রী মেরিলিন মনরো ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে এই গাউনটি পরেছিলেন। কিম কার্দাশিয়ান ২০১৬ সালে এক নিলামে ৪.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে মনরোর এই আইকনিক পোশাকটি সংগ্রহ করেন। গাউনটির বর্তমান দাম আনুমানিক ১০ মিলিয়ন ডলারেরও বেশি।
সূত্র: এনবিসি নিউজ