ব্যাটম্যান: এক কপি কমিক বুকের দাম সাড়ে ১২ কোটি টাকা!
'ব্যাটম্যান' কমিসের একেবারের প্রথম বইয়ের একটি কপি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক নিলামে দেড় মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি ৬৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। এটিই হতে যাচ্ছে এই কমিকের সবচেয়ে দামি কপি।
১৯৩৯ সালে প্রকাশিত 'ডিটেকটিভ কমিকস নং ২৭'-এর একটি কপি ১০ বছর আগে বিক্রি হয়েছিল ১ মিলিয়ন ৭৫ হাজার ডলারে। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। এই কমিকের মাধ্যমেই 'দ্য ডার্ক নাইট' কাহিনির সূচনা ঘটে।
'ডিটেকটিভ কমিকস নং ২৭' সংরক্ষণ করা না হলেও, এই কপির মান বেশ দারুণ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিক্রি হলো এখন পর্যন্ত টিকে থাকা ওই কমিক বুকের মাত্র দুটি কপির একটি।
'এত দাম ওঠায় আমি কিন্তু মোটেও অবাক হইনি,' বলেন নিলামের আয়োজক হেরিটেজ অকশনসের ভাইস প্রেসিডেন্ট ব্যারি স্যান্ডোভাল। 'কেননা, এ পর্যন্ত প্রকাশ পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিক বইগুলোর একটি এটি।'
- সূত্র: হলিউড রিপোর্টার