‘ভিলেন’ যখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা; আয় করেছিলেন নায়কদের ১২ গুণ
গত আট দশক বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার মুকুটটি সাধারণত হলিউডের প্রধান অভিনেতা-অভিনেত্রীদের দখলেই ছিল। বেশিরভাগ সময়েই সেই আসনটি শাসন করেছেন যুগের সবচেয়ে বড় সুপারস্টার বা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের তারকা। তবে একজন ভিলেন আছেন, যিনি পারিশ্রমিকে হার মানিয়েছেন নায়কদের।
একজন ভিলেন যখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা
১৯৮৯ সালে সাহসী চলচ্চিত্র নির্মাতা টিম বার্টন মুক্তি দেন তার 'ব্যাটম্যান' ছবিটি। এটি ছিল ১৯৬০-এর দশকের পর প্রথমবার ব্যাটম্যান চরিত্রের বড় পর্দায় উপস্থিতি।
অ্যালান মুর ও ব্রায়ান বোল্যান্ডের 'দ্য কিলিং জোক' এবং ফ্রাঙ্ক মিলারের 'দ্য ডার্ক নাইট রিটার্নস' থেকে আংশিক অনুপ্রাণিত এই ছবিতে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন মাইকেল কিটন।
তবে মূল চরিত্রে কিটনের নাম ঘোষণার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। কারণ তিনি মূলত কমেডি চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন, তখনও প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠেননি। ফলে তাকে অপেক্ষাকৃত কম পারিশ্রমিকে, ৫ মিলিয়ন ডলারে কাজ করতে হয়। এ কারণে তিনি ছবিটির সবচেয়ে বড় তারকা হয়ে উঠতে পারেননি।
সেই সম্মান জুটেছিল এই ছবিতে জোকার চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেতা জ্যাক নিকলসনের ভাগ্যে। নিকলসন ছবিটির জন্য অগ্রিম ৬ মিলিয়ন ডলার এবং মুনাফার একটি অংশ দাবি করেন।
'ব্যাটম্যান' বক্স অফিসে তুমুল সাফল্য পায়, ৪০০ মিলিয়নেরও বেশি আয় করে। এর সুবাদে এ ছবি থেকে নিকলসন বাড়তি ৫৪ মিলিয়ন ডলার আয় করেন। মোট ৬০ মিলিয়ন ডলারের এই আয় তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার মুকুট এনে দেয়।
সেই সময় আর্নল্ড শোয়ার্জনেগার ও সিলভেস্টার স্ট্যালনের মতো তারকারা প্রতি ছবিতে ২০-৩০ মিলিয়ন ডলার আয় করতেন। কিন্তু কেউই নিকলসনের রেকর্ড ভাঙতে পারেননি।
'বুড়ো' নিকলসন যেভাবে অল্পবয়সি অভিনেতাদের টেক্কা দিলেন
'ব্যাটম্যান' যখন মুক্তি পায়, তখন জ্যাক নিকলসনের বয়স ছিল ৫২। তখন তিনি আর বক্স অফিসের বড় আকর্ষণ নেই। তবু ছবিটির সাফল্য এবং মুনাফা ভাগাভাগির চুক্তি তাকে শীর্ষস্থানে পৌঁছে দেয়।
সে সময় হলিউডের শীর্ষ তারকারা ছিলেন টম ক্রুজ ও ব্রুস উইলিস। জনি ডেপ তখন ধীরে ধীরে তারকাখ্যাতির দিকে এগোচ্ছিলেন।
১৯৯০ সালে 'ডেইজ অভ থান্ডার' ছবি থেকে টম ক্রুজ আয় করেছিলেন ৯ মিলিয়ন ডলার। ব্রুস উইলিস 'ডাই হার্ড ২' ছবির জন্য পেয়েছিলেন ৭.৫ মিলিয়ন ডলার। ব্র্যাড পিট ও জনি ডেপের মতো তারকারা তখন এরচেয়েও কম আয় করতেন।
অ্যাকশন তারকাদের মধ্যে আর্নল্ড শোয়ার্জনেগার ও সিলভেস্টার স্ট্যালন মুনাফা ভাগাভাগির চুক্তির কারণে তুলনামূলক বেশি আয় করতেন। কিন্তু তারাও নিকলসনের ৬০ মিলিয়ন ডলারের রেকর্ড ভাঙতে পারেননি।
'ব্যাটম্যান' মুক্তি পাওয়ার সাত বছর পর, ১৯৯৬ সালে টম ক্রুজ 'মিশন ইম্পসিবল' ছবি থেকে ৭০ মিলিয়ন ডলার আয় করে অবশেষে নিকলসনের রেকর্ড ভাঙেন।
এরপর ১৯৯৯ সালে ব্রুস উইলিস 'দ্য সিক্সথ সেন্স' এর সাফল্যের সুবাদে প্রথম তারকা হিসেবে ১০০ মিলিয়ন ডলার আয় করেন।