বয়স ৪৩, এখনই মা হতে নারাজ বলে ‘ডিম্বাণু সংরক্ষণ’ করে রেখেছেন বলিউড অভিনেত্রী তানিশা
বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি সম্প্রতি খোলসা করেছেন, তিনি ডিম্বাণু সংরক্ষণ করেছেন। ৩৯ বছর বয়সে এই কাজ করেছেন তিনি। ভবিষ্যতে কখনো মা হওয়ার ইচ্ছে হলে, চাইলেই হতে পারবেন বলে জানিয়েছেন।
৩৩ বছর বয়সেও এটা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসক তাকে তখন বারণ করেছিলেন।
তানিশা আরও জানান, চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র সন্তান জন্মানোর আশা যতক্ষণ পর্যন্ত রয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা না করানোই ভালো। পাশাপাশি তিনি জানান, সন্তান জন্ম দেওয়াটা সম্পূর্ণ নারীর ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে।
সম্প্রতি নিজের ৪৩তম জন্মদিনে সেই সম্পর্কে বলতে গিয়ে বলিউড তারকা কাজলের ছোট বোন জানিয়েছেন, 'আমার কোনো সন্তান নেই। এই বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরছিল। কয়েকজনের পরামর্শ নিয়ে ৩৯ বছর বয়সে আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করি। এই প্রক্রিয়া চালাকালীন আমার অনেক ওজন বৃদ্ধি হয়েছে। শরীরের মধ্য়ে অনেকটা প্রোজেস্টেরন প্রবেশ করানো হয়। শুধুমাত্র ওজন বৃ্দ্ধি নয়, তোমাকে গোলগাল, জৌলুসপূর্ণ এবং আরও সুন্দর করে তুলবে।'
'অন্তঃসত্ত্বা মহিলাদের আমার পছন্দ। মাতৃত্বের আভার পাশাপাশি জীবনের খুব সুন্দর মুহূর্তর মধ্যে দিয়ে তারা যাব। ডিম্বাণু সংরক্ষণ করতে পেরে আমি খুব খুশি।'
তানিশা আরও বলেন, ৩৩ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণের চিন্তাভাবনা তার মাথায় এসেছিল। তার কথায়, সেই সময় তিনি তার চিকিৎসকের কাছে গিয়েছিলেন.. (যিনি এখন তার ডিম্বাণু সংরক্ষণ করেছেন)। এই চিকিৎসকই সেই সময় তাকে ডিম্বাণু সংরক্ষণ করতে বারণ করেছিলেন।
অভিনেত্রী বলেন, 'যখন আমার সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, তখন তিনি আমাকে এটা করার পরামর্শ দিয়েছিলেন। এটা ব্যক্তিগত পছন্দ। দত্তক নেওয়ার মতো অনেক অপশন রয়েছে। অনেক মানুষ এই বিষয় কথা বলে করেও থাকে। মেয়েদের সন্তান না-ই হতে পারে। তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য় সেটা না-ও হতে পারে। বিয়ে না করা, সম্পর্কে না থাকা এবং কোনো পুরুষ তোমার পাশে না-ও থাকতে পারে।'
'সসসস...' ছবি দিয়ে ২০০৩ সালে বলিউডে অভিষেক করেন তানিশা। 'নীল অ্যান নিকি', 'সরকার', 'ট্যাঙ্গো চার্লি' এবং 'ওয়ান টু থ্রি'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগ বসের ৭ নম্বর সিজনেও অংশগ্রহণ করেছিলেন। 'খতরো কে খিলাড়ি ৭'-এ ও অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।