মুক্তির ১২ সপ্তাহে হলে আসেনি দর্শক! এরপর অভিনেতার কৌশলে বলিউডের যে সিনেমার বক্স অফিসে আসে সাফল্য
প্রতি বছর ভারতে শত শত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এদের মধ্যে কিছু সিনেমা পায় হিটের তকমা। আর বাকি সিনেমাগুলো থেকে দর্শকেরা মুখ ফিরিয়ে নেয়।
একইভাবে ৫৭ বছর আগে এমন এক সিনেমা মুক্তি পেয়েছিল যা প্রথম কয়েক সপ্তাহে বক্স অফিসে আশানুরূপ ফলাফল করতে পারেনি। তবে সিনেমার মূল অভিনেতা জিতেন্দ্রর এক কৌশলে ঘুরে যায় দৃশ্যপট।
এরপর থেকে বক্স অফিসে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করতে থাকে। বলছিলাম 'ফারজ' নামের সিনেমাটির কথা।
আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাটি ১২ সপ্তাহ ধরে বক্স অফিসে দর্শক আনতে পারেনি। কিন্তু এরপর জিতেন্দ্র নিজের টাকা দিয়ে সকল টিকেট কিনে নেন। সেক্ষেত্রে তার মূল উদ্দেশ্য ছিল ছবিটি প্রেক্ষাগৃহে টিকিয়ে রাখা।
কেননা জিতেন্দ্র মনে করেছিলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে ১৫ সপ্তাহ থাকলে পরবর্তীতে এতে দর্শক আকর্ষিত হবে। এক্ষেত্রে অবিশ্বাস্যভাবে তার এই আন্দাজ সঠিক প্রমাণিত নয়।
অর্থাৎ, সিনেমাটি পরবর্তী সপ্তাহগুলোতে দর্শক টানতে সক্ষম হয়। এমনকি এটি ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ আয় করে।
সিনেমাটির সফলতা জিতেন্দ্রর ক্যারিয়ারেও বেশ কাজে লাগে। যদিও এই জগতে আসার আগে এই অভিনেতা মুম্বাইয়ে বাবার জুয়েলারির দোকানে কাজ করতেন। এমনকি একসময় সিনেমায় জুয়েলারির কন্সটিউম ডিজাইন সরবরাহ করতেন তিনি।
আলোচিত সিনেমাটিতে সমালোচকেরা জিতেন্দ্রর নাচের প্রশংসা করেছিল। যদিও সিনেমাটি সর্বপ্রথম শশী কাপুর ও মানোজ কুমারকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
ফারজ সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রবিকান্ত নাগাইচ। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।
অনুবাদ: মোঃ রাফিজ খান