ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘রাজনৈতিক’ চলচ্চিত্র বানাবেন কঙ্গনা
বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও চলচ্চিত্র পরিচালনা করবেন বলে মনস্থির করেছেন। বিষয় হিসেবে এবার বেছে নিয়েছেন ভারতের কিংবদন্তিতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন।
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক 'থালাইভি'তে অভিনয় শেষ করার পর এবার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 'সেজে' ওঠার লক্ষ্যে পা বাড়িয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেত্রী। চলচ্চিত্রের নাম 'ইমার্জেন্সি'।
এর আগে তার পরিচালনায় 'মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি' মুক্তি পায় ২০১৯ সালে।
'ইমার্জেন্সি'র কথা কঙ্গনা নিজেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার পোস্ট থেকে জানা যায়, এ চলচ্চিত্রের জন্য প্রায় দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চলচ্চিত্রটি নিয়ে আশা প্রকাশের পাশাপাশি কঙ্গনা জানান, 'ইমার্জেন্সি'র কারণে বহু চলচ্চিত্রের লোভনীয় প্রস্তাব তিনি হাসিমুখে ছেড়ে দিয়েছেন।
এ চলচ্চিত্রের গল্প লিখেছেন রিতেশ শাহ। তবে এটিকে ইন্দিরা গান্ধীর বায়োপিক বলতে নারাজ কঙ্গনা। তার মতে, এটি 'বিরাট মাপের পিরিয়ড সিনেমা। পলিটিক্যাল ড্রামাও বলা যেতে পারে।'
বর্তমান ও নতুন প্রজন্মের দর্শক যেন ভারতের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেতে পারে, সেই উদ্দেশ্যেই চলচ্চিত্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন কঙ্গনা।
বলে রাখা ভালো, ১৯৮০ সালের ১৪ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী থাকাকালেই ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি নৃশংসভাবে খুন হন।
-
সূত্র: ইন্ডিপেনডেন্ট, ইউকে/হিন্দুস্তান টাইমস