ভিন্ন গ্রহের লেডি গাগা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/02/29/lady_gaga.jpg)
পোশাক ও গানের বৈচিত্রে অনুরাগীদের সবসময় চমকে দিতে ভালোবাসেন মার্কিন গায়িকা লেডি গাগা। শুক্রবার রাতে নিজের নতুন গান 'স্টুপিড লাভ'-এর মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি।
এবারের চমক, লেডি গাগা ও তার সহ-নৃত্যশিল্পীদের এখানে এই গ্রহের মানুষ নয়; বরং অন্য কোনো গ্রহের অধিবাসী বলেই মনে হয়। ভিডিওটির আবহও দর্শকদের দেবে 'অন্য কোনো পৃথিবী'র খোঁজ।
সাই-ফাই ধরনের এই ভিডিওতে লেডি গাগাসহ সবার পোশাক কড়া গোলাপি; নাচের ভঙ্গিমা জানান দেয়, যেন তারা এই পৃথিবীর অতিথি। খবর সিএনএনের।
মানুষে-মানুষে সংঘাত আর হানাহানিতে দুনিয়া ধুঁকছে। অনেক জাতিসত্তা লড়ে যাচ্ছে অস্তিত্বের লড়াই। অথচ মানবিক ও চিন্তাশীল মানুষেরা দীর্ঘ শীতনিদ্রায় আচ্ছন্ন। যেন এমনই বার্তা নিয়ে লেডি গাগা এবার অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে নেমে এসেছেন এই গ্রহের অধিবাসীদের ঘুম ভাঙাতে।
৩৩ বছর বয়সী এই গায়িকা জানান, নতুন অ্যালবাম প্রকাশের আগে এ গানের মাধ্যমে নিজেকে একটু চাঙ্গা করে নিতে চেয়েছেন তিনি।