মা হারালেন এ আর রহমান
উপমহাদেশীয় সংগীত জগতে দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতীয় সংগীত কিংবদন্তি এ আর রহমানের মা করিমা বেগম। চেন্নাইয়ের নিজ বাসভবনে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কারজয়ী সুরকারের মা।
মায়ের মৃত্যুর খবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন এ আর রহমান।
এদিন সকালে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকে প্রকাশ করেন রহমান ভক্তরা। জনপ্রিয় গায়কের মায়ের মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় অনেককে।
বিখ্যাত মিউজিক কম্পোজার আর. কে শেখরের স্ত্রী করিমা বেগম। ১৯৭৬ সালে মারা যান আর কে শেখর। এরপরই একা মা হিসেবে এ আর রহমান-সহ নিজের তিন সন্তানকে কোলে পিঠে মানুষ করেন করিমা। নিজের সংগীত জগতের সমস্ত সফলতার কৃতিত্ব হামেশাই মাকে দিয়ে এসেছেন এ আর রহমান।
জানা যাচ্ছে, বয়স হওয়ার দরুণ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন করিমা বেগম। অবশেষে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করিমা বেগমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।