রাজকুমার হিরানির চলচ্চিত্রে আবারও ফিরছেন শাহরুখ-কাজল জুটি
রাজকুমার হিরানির নতুন চলচ্চিত্রে আবারও একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ ও কাজলকে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের দিলওয়ালে, প্রতিটি ছবিতেই নিজেদের অভিনয় ক্যারিশমা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এই জুটি।
হিরানির পরবর্তী চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হবে পাঞ্জাব থেকে কানাডায় অভিবাসিত এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। সোশ্যাল কমেডি ঘরানার এই ছবিটিতে শাহরুখ ও কাজলই থাকবেন মূল চরিত্রে। বাকি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য বিদ্যা বালান ও তাপসী পান্নুকে প্রস্তাব দেওয়া হয়েছে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে, এবার শুধু অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করার পালা। শাহরুখ খান ও রাজকুমার হিরানির রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে এই ছবিটি প্রযোজনা করবেন বলে জানা গেছে। আগামী বছরের এপ্রিলে শুরু হবে এর শুটিং।
ধারণা করা হচ্ছে, শাহরুখ-কাজলের দুষ্টু-মিষ্টি প্রেম হিরানির এই সোশ্যাল কমেডি চলচ্চিত্রেও উপভোগ করতে পারবেন দর্শকরা।
এর আগে সর্বশেষ কাজলকে দেখা গেছে নেটফ্লিক্সের 'ত্রিভঙ্গ' চলচ্চিত্রে। অন্যদিকে শাহরুখ খান দীপিকা পাডুকোনের সাথে তার 'পাঠান' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 'পাঠান' চলচ্চিত্রে এবার ভিলেন হিসেবে দেখা যাবে জন আব্রাহামকে।