‘ভেবেছিলাম দর্শকেরা আমাকে গ্রহণ করবেন না’: নিজের উচ্চতা নিয়ে আলাপচারিতায় আমির খান
বলিউডে প্রায় ৩৫ বছর আগে অভিষেক হয়েছে অভিনেতা আমির খানের। এখন একজন সুপ্রতিষ্ঠিত তারকা হলেও ক্যারিয়ারের শুরুতে নিজের উচ্চতা নিয়ে বেশ হীনমন্যতায় ভুগেছেন তিনি।
৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়ে সিনেমার মূল চরিত্রের অভিনেতা হিসেবে টিকে থাকতে পারবেন কি-না সেটি নিয়ে সন্দিহান ছিলেন আমির। তবে সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারেন যে, বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
সম্প্রতি আমিরের সাথে আলাপকালে নানা পাটেকার জিজ্ঞাসা করেন, "আপনি কি কখনো আপনার উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগেছেন? জবাবে তিনি বলেন, "হ্যাঁ, আমার মাঝে এমনটা ছিল। আমার মনে হতো যে, উচ্চতার জন্য দর্শক আমাকে গ্রহণ করবে না। আমি এটা নিয়ে ভীত ছিলাম। কিন্তু পরে আমি বুঝলাম যে, এগুলো আসলে একেবারেই প্রভাব রাখে না। তবে একটা সময় আমার মধ্যে হীনম্মন্যতা ছিল।"
নানা পাটেকার আমিরকে বলেন, "তোমার চেহারা বেশ সুন্দর। আমার চেহারা দেখ। এই চেহারা নিয়ে আমি ৫০ বছর কাজ করতে পারবো।"
আমির বলেন, "গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কতটা সৎভাবে কাজ করেন ও আপনার কাজ কীভাবে মানুষকে প্রভাবিত করতে পারে সেটা। এছাড়া বাকিসব অগুরুত্বপূর্ণ।"
নিজের উচ্চতা নিয়ে হীনম্মন্যতার বিষয়ে আমির এই প্রথম কথা বলেছেন বিষয়টি এমন নয়। ২০১২ সালে তালাশ সিনেমার প্রমোশনের সময়ও তিনি একই বিষয় নিয়ে আলাপ করেছিলেন।
শারীরিক গঠনের চেয়ে বরং নিজের কাজের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন আমির খান। বক্স অফিসেও একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
অনুবাদ: মোঃ রাফিজ খান