র্যাপার হানি সিংয়ের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে মামলা করলেন স্ত্রী
বলিউডের খ্যাতনামা সংগীতশিল্পী র্যাপার ইয়ো ইয়ো হানি সিং এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন স্ত্রী শালিনী তালওয়ার।
দিল্লির তিস হাজারি কোর্টে হানি সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা স্ত্রী। হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন, ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ এনেছেন শালিনী। ৩ অগস্ট মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়।
২০১৪ সালে প্রথমবার রিয়ালিটি শো রকস্টারে'র একটি পর্বে দর্শকদের সঙ্গে স্ত্রী শালিনী তলওয়ারের পরিচয় করিয়ে দেন হানি সিং। এর আগে হানি সিং যে বিবাহিত তা ভক্তদের জানা ছিল না।
শালিনী এবং হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের। ২০১১ সালে তারা শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন। সে বছরই 'ককটেল' ছবিতে 'আংরেজি বিট' গান গেয়ে জনপ্রিয়তা পান হানি সিং। লোকের মুখে মুখে ঘুরতে থাকে তার নাম। এরপর 'ব্লু আইজ', 'হাই হিল' 'লুঙ্গি ডান্স'-এর মতো একাধিক হিট গান উপহার দিয়েছেন হানি সিং।
শালিনীর তরফে আদালতে হানি সিং এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন এবং আর্থিক তছরুপের মতো অভিযোগ করা হয়েছে। এমনকি, হানির পরিবারের বিরুদ্ধে শালীনির গয়না আটকে রাখার অভিযোগও উঠেছে।
শালিনী জানিয়েছেন, তাদের হানিমুনের সময় থেকেই হানি সিং তার গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে হানি সিংয়ের মদের নেশা, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন শালিনী। এমনকি, হানি সিং নাকি তার হাত থেকে বিয়ের আংটিও খুলে ফেলেছিলেন।
মঙ্গলবার শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে এবং জিজি কাশ্যপ আদালতে মামলটি দাখিল করেন। আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ অগস্টের মধ্যে র্যাপার-গায়ককে আদালতের সামনে তার বয়ান জমা দিতে হবে। আপাতত, হানি সিং ও শালিনীর নামে থাকা সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে।