লকডাউনে স্টার সিনেপ্লেক্স বন্ধ
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে।
দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আজ (সোমবার) থেকে সারা দেশে চলছে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন। এ সময় শপিংমল বন্ধ থাকার কারণে স্টার সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার জন্য সচেতন থাকার ব্যাপারে দর্শকদের প্রতি আহ্বাব জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।